টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন, এবার সিপিএলে দারুণ কিছুই করে দেখাতে চান তিনি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা মোটেও ভালো হলো না সাকিব আল হাসানের। ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব, হেরেছে তার দল অ্যান্টিগা ও বার্বুডা ফ্যালকনসও।
সেন্ট কিটস এন্ড নেভিসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল সাকিবের দল। ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ১৬ বলে ১১ রানের মন্থর এক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ছিল না কোনো চার-ছক্কা। সালামখেইলের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
১৭ ওভার ১ বলে মাত্র ১২১ রানেই অলআউট হয় সাকিবের দল। বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব। তাকে দিয়ে করানো হয়েছে মাত্র এক ওভার।
সেই এক ওভারে কোনো উইকেট তুলে নিতে পারেননি সাকিব। দিয়েছেন ৬ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় সেন্ট কিটস।
আগামী ১৭ আগস্ট বারবাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে অ্যান্টিগা।