Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর ওপর অতিষ্ঠ হয়ে যুবকের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১১:০১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১১:০৫

মরদেহ। প্রতীকী ছবি

সিলেট: মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে ভিডিও বার্তা পোস্ট করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আশিক মিয়া (৩২) নামে এক যুবক। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলস্টেশনের অদূরে রবিরবাজার ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

আশিক মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে এবং পেশায় গাড়িচালক।

এদিকে আশিক মিয়ার দেওয়া ওই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করছেন তিনি।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘ঘটনা শুনেছি। বিষয়টি রেলওয়ে থানার আওতাধীন। তারা দেখবে।’

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ‘কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজার-টিলাগাঁও সড়কের লেভেল ক্রসিংয়ে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।’

সারাবাংলা/এমপি

আত্মহত্যা নিহত স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর