Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজি, পেঁয়াজ ও চালের বাজার চড়া, বাড়তি ইলিশের দামও

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৩:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:৫৪

বিভিন্ন সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ছবি: সারাবাংলা

ঢাকা: বাজারে সবজির দাম এখনো চড়া। বেশিরভাগ সবজি বেচাকেনা হচ্ছে প্রায় ৮০ টাকার উপরে। কোনো কোনো সবজি ১০০ থেকে ১২০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। বাজারে চালের দামও বেড়েছে। তবে নতুন করে আর বাড়েনি পেঁয়াজের দাম। খুচরা বাজারে ৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণীর কলমিলতা ও মিরপুরের ইব্রাহিমপুর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে। কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। বেড়েছে আদার দামও। বর্তমানে বাজারে আমদানি করা আদা ৩০০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর দেশি রসুন ১৬০ টাকা কেজি, আমদানি করা রসুন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

পেয়াজের বাজার। ছবি: সারাবাংলা

এছাড়া প্রতিকেজি ৮০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। এর নিচে শুধু মিলছে ৪০ টাকা কেজিদরে পেঁপে এবং ৩০ টাকা কেজি দরে আলু। বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ১০০ টাকা থেকে ১২০ টাকা, করলা ১০০ টাকা, উস্তা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে গাজর ৮০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায় ও টমেটো প্রতি কেজি ১৬০ টাকায়। কাঁচামরিচ এখন ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, গাজর ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে খাসির মাংস ১২০০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর প্রতিহালি ডিম ৪৬ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ডজনপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা।

ছবি: সারাবাংলা

এদিকে, বাজারে এখনও কমেনি চালের দাম। মাস খানেক ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। বেশিরভাগ চাল ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর খুব ভালো মানের মিনিকেট ও নাজিরশাইল চালের দাম ৯০ থেকে ১০০ টাকা ছুঁইছুঁই।

মুরগির বাজারে গিয়ে দেখা যায়, বাজারে এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগেও ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে।

ছবি: সারাবাংলা

এদিকে, বাজারে ইলিশের দামও চড়া রয়েছে। বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২ হাজার ১০০ টাকা পর্যন্ত। মাঝারি সাইজের ইলিশের দামও ১ হাজার ২০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে  

ইলিশ বাজারদর সবজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর