ঢাকা: ১৫ আগস্ট উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে ধানমন্ডি ৩২ এবং এর আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমন্ডি ৩২ এর প্রবেশ মুখেই ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। শেখ মুজিবের বাড়ির সামনে রাখা হয়েছে জলকামান। ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনোভাবেই যাতে সেখানে প্রবেশ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সরকারের নির্দেশনা রয়েছে ১৫ আগস্ট উপলক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না। এরইমধ্যে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েকমাসে নানাভাবে ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে।
উল্লেখ্য, সাবেক আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলে পতন ঘটে আওয়ামী সরকারের। এরপর গত বছর ১৫ আগস্ট দলটির নেতাকর্মীরা মাঠে না নামলেও এবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রস্তুতি দেখা যাচ্ছে।
এদিকে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।