ভারতের কাশ্মীরে আকস্মিক ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবারের (১৪ আগস্ট) এই দুর্যোগের ঘটনা ঘটে চাসোটি গ্রামে, যেখানে তীব্র কাদামাটির স্রোত ও বন্যার পানিতে তীর্থযাত্রীরা ভেসে যান। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, চাসোটি গ্রামের কাছে মাচাইল যাত্রার তীর্থযাত্রীরা দুপুরের খাবারের পর পাহাড়ের পাদদেশ থেকে মন্দিরের পথে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তীব্র শব্দের সঙ্গে বন্যা ও কাদা মিশ্রিত স্রোত নেমে আসে। অনেকে চেনাব নদীতে ভেসে যান, আবার অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
শুক্রবার (১৫ আগস্ট) ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে কাদায় ভরা ব্যাগ, পোশাক ও ভাঙা বৈদ্যুতিক খুঁটি ছড়িয়ে থাকতে দেখা যায়। উদ্ধারকর্মীরা কোদাল, দড়ি ও অস্থায়ী সেতু ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
মাচাইল যাত্রা হিমালয়ের উচ্চভূমিতে অবস্থিত মাচাইল মাতার মন্দিরে তীর্থযাত্রা। চাসোটি থেকে শুরু হয় তীর্থযাত্রীদের পদযাত্রা, কারণ এখানেই গাড়ির রাস্তা শেষ হয়। এর আগে মাত্র এক সপ্তাহ আগে উত্তরাখণ্ডে আরেকটি বন্যা ও ভূমিধসে একটি পুরো গ্রাম তলিয়ে যায়।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের মতে, ক্লাউডবার্স্ট হলো এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, যা পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি করতে পারে।