Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিতে নোবেল চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ১৬:৫২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৮:৫১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করার সময় নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বলে দাবি করেছে নরওয়ের ব্যবসায়িক দৈনিক পত্রিকা ‘ডাগেন্স ন্যারিংসলাইভ’।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি বা যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পাওয়ার দাবি জানিয়েছেন ট্রাম্প।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনা করার জন্য নরওয়ের অর্থমন্ত্রী জেনস স্টলটেনবার্গকে ফোন দিয়েছিলেন। সে সময়ই তিনি নোবেল পুরস্কারের মনোনয়নের বিষয়ে কথা বলেছিলেন।

বিজ্ঞাপন

রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানান, ফোনালাপের মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা, যা নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ট্রাম্পের আলোচনার আগেই হয়েছিল। তবে আলাপের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

স্টলটেনবার্গ আরও জানান, ওই ফোন কলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা যুক্ত ছিলেন। তবে হোয়াইট হাউস বা নরওয়ের নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, প্রতি বছর শতাধিক প্রার্থী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নরওয়ের সংসদ কর্তৃক মনোনীত পাঁচ সদস্যের নোবেল কমিটি বিজয়ী নির্ধারণ করে। ফলাফল ঘোষণা করা হয় অক্টোবর মাসে, নরওয়ের রাজধানী অসলোতে।

পত্রিকাটি জানায়, এটি প্রথম নয় যে ট্রাম্প স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় নোবেল প্রসঙ্গ তুলেছেন।

সারাবাংলা/এনজে

ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর