ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে সময় নষ্ট করলে ভয়ংকর বিপদ নেমে আসবে।
তিনি বলেন, ‘ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এসেছে, যা জাতিকে দিয়েছে ভয়াবহ দুঃশাসন।’
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘১/১১ সরকারের সময় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলেছিলেন। সেই সংস্কারের পর যে সরকার ক্ষমতায় আসে, তারা গুম-খুন, বাকস্বাধীনতা হরণ এবং একদলীয় শাসন কায়েম করেছিল।’ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের বিরোধিতা বিএনপি করে না, তবে অযথা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।’ ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
বেগম খালেদা জিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘তার দেখানো পথ ধরে তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন।‘ এ সময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিক আহসান। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ইয়াসিন আলী, ডা. জাহিদুল কবিরসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা।