Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৭:৩৭

সুনামঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মা-বাবার সঙ্গে বেড়াতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে মাসুম (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মাসুম সিলেটের বাসিন্দা কবির আহমেদের ছেলে। তারা সপরিবারে হাওরে বেড়াতে এসেছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে। শিশুটির পরিবার সিলেট থেকে এসেছিল। তাকে উদ্ধারে অভিযান চলছে।

তাহিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. ফরিদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

টাঙ্গুয়ার হাওর নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর