জামালপুর: জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাশকতার মামলায় আওয়ামী লীগের ছয়জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম রাজু। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল্লাহ, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাবুল হোসেন। দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তারা মিয়া ধলু। দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সানু ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. বিশাত আলী।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, ‘জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’