Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে ৭ কলেজের নতুন যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৯:১৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২২:৫০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের সম্পর্ক ছিন্নের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। শুক্রবার (১৫ আগস্ট) থেকেই নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীর সরকারি সাত কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সকল দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাত কলেজের সঙ্গে ঢাবির সম্পর্ক ছিন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এখন থেকে সরকারি সাত কলেজের সকল কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে পরিচালিত হবে। নতুন বছরের ভর্তি পরীক্ষা, অন্যান্য পরীক্ষাসহ ফলাফল প্রকাশ সবকিছুই সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করবে।

আপাতত ঢাকা কলেজের একটি ভবনে আংশিক অংশে নতুন বিশ্ববিদ্যালয়ের সদর দফতর করা হয়েছে। পরবর্তীতে অন্যত্র এই দফতর সরিয়ে নেওয়া হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় থাকবে-সরকারি ঢাকা কলেজ, সরকারি ইডেন কলেজ, সরকারি বেগম বদরুন্নেছা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাংলা কলেজ। ভবিষ্যতে রাজধানীর আরও বেশ কয়েকটি সরকারি কলেজকে এই ইউনিভার্সিটির আওতায় আনার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/ইউজে/এনজে

৭ কলেজ উদ্বোধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর