চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এসময় বিএনপি নেতারা খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ভোটাধিকার ও জনগণের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহফিলে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগরের সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য সামশুল আলম, নগরের যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি যে অবিচল ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁকে দীর্ঘদিন কারাবরণ, অবিচার ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।’
‘অসুস্থতা ও প্রতিকূল অবস্থার মধ্যেও তার অদম্য মনোবল এবং গণতান্ত্রিক আদর্শে অটল অবস্থান লাখো কর্মী-সমর্থকের জন্য এক অবিরাম অনুপ্রেরণা। তার নেতৃত্বেই দেশে আবারো জনগণের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।’