Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২২:৩৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টার অভিযান শেষে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে সিলেট থেকে সপরিবারে ঘুরতে এসে মাসুম নৌকা থেকে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো. ফরিদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা তল্লাশি চালায়। এরপর শিশুটিকে মৃত উদ্ধার করতে সক্ষম হই। এখন তাকে থানায় নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘দুপুর দিকে খবর পাই হাওরে ঘুরতে এসে একজন শিশু পর্যটক নৌকা থেকে পানিতে পড়ে ডুবে গেছে, তারা সিলেট থেকে সপরিবারে এসেছিলেন।’

সারাবাংলা/এসএস

টাঙ্গুয়া নৌকা মৃত্যু শিশু হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর