আফগানিস্তানে তালেবান সরকার তাদের ক্ষমতা দখলের চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে কুচকাওয়াজ, হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ছড়ানো এবং পতাকা উত্তোলনের মতো নানা আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) তালেবান সরকার তাদের ক্ষমতা গ্রহণের চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে। তালেবান সরকারকে ইতোমধ্যে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তালেবান আশা করছে, অন্যান্য দেশও তাদের স্বীকৃতি দেবে।
কাবুল থেকে এএফপি জানায়, তালেবান সরকারের চতুর্থ বর্ষপূতি উপলক্ষ্যে কাবুলসহ বেশ কয়েকটি শহরে কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন শহরে হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ফেলা হয়। এছাড়া ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সাদা-কালো পতাকা উড়ানো হয়।
কাবুল থেকে এএফপির একজন সাংবাদিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তালেবান সদস্যরা বন্ধ থাকা মার্কিন দূতাবাসের কাছে একটি চত্বরে জমায়েত হন। সেখানে তারা নিজেদের পতাকা উড়িয়ে আতশবাজি ফুটিয়ে উদযাপন করেন।
একসময় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাগরাম বিমান ঘাঁটিতে গত বছর ব্যাপক ধুমধামের সঙ্গে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে তালেবান সরকার। কিন্তু এ বছর সেরকম আয়োজন করা হয়নি।
কঠোর বিধিনিষেধ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কঠোরতার কারণে তালেবান বিশ্বব্যাপী অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত গত জুলাইয়ে তালেবানের জ্যেষ্ঠ দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নারী ও মেয়েদের নির্যাতনের অভিযোগ ওঠেছে।
আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পার্ক, জিম এবং পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণও নিষিদ্ধ করা হয়। তবে গত জুলাইয়ের শুরুর দিকে রাশিয়া তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলে তারা আরও উজ্জীবিত হয়ে ওঠে।