Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২১:২৮

ঢাকা: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সঙ্গে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ অনলাইন ক্যাম্পেইন নিয়ে এসেছে। ক্যাম্পেইন উপলক্ষ্যে বিশেষ ছাড়ে পছন্দের রিয়েলমি’র স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ থাকছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইন থেকে এখন খুব সহজেই নিজের ডিভাইসটিকে আপগ্রেড করে নেওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

রিয়েলমি জানায়, ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা ছাড়ে সর্বোচ্চ ১২ মাসের জন্য শূণ্য শতাংশ ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুযোগ উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন উপলক্ষ্যে রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯ হাজার ৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৪১ হাজার ৯৯৯ টাকা।

বিজ্ঞাপন

অন্যান্য মডেলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০ হাজার ৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৩১ হাজার ৯৯৯ টাকা; রিয়েলমি ১২ (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ২৪ হাজার ৯৯৯ টাকা; রিয়েলমি সি৭৫ (৮/১২৮), পাওয়া যাচ্ছে ১৮ হাজার ৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।

পিকাবু থেকে রিয়েলমির যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোন পিকাবু থেকে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে, ক্রেতারা তাদের পছন্দের ডিভাইস খুঁজে নেয়ার ক্ষেত্রে এটাই যথার্থ সময়। অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময়, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করতেই এই মোবাইলফেস্ট ক্যাম্পেইন নিয়ে এসেছে পিকাবু। সীমিত সময়ের এই সুযোগটি থাকতে থাকতেই অবিশ্বাস্য মূল্যে আপনার পছন্দের রিয়েলমির স্মার্টফোনটি কিনে নিন, এখনই।

সারাবাংলা/ইএইচটি/এসআর

রিয়েলমি স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর