Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২৩:১২

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিপুন আলীর ছেলে নাহিন (১৬) ও মথুরাপুর স্কুলপাড়ার কোরবান আলীর ছেলে সিয়াম (১৫)। তারা দুজনই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তত ১০টি মোটরসাইকেলে বেশ কিছু কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আশা পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নাহিন ও সিয়াম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাহিন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামও মারা যায়।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর