Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা নির্বাচন বিলম্বে চায়, তারা দেশ-জনগণের মঙ্গল চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২৩:২৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১০:৪৯

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, নির্বাচনের জন্য বর্তমান সরকার যে সময় নির্ধারণ করেছে, সে সময়ে নির্বাচন না চাওয়ারা দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের পক্ষে নয়। যারা নির্বাচন বিলম্বে চায়, তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না।

শুক্রবার (১৫ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ী স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি লৌহজংয়ের ১৩ ইউনিয়নে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন।

সালাম আজাদ বলেন, ‘যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে, তত দেশের ও জনগণের মঙ্গল হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন দেশ ফ্যাসিবাদমুক্ত এবং গণতন্ত্র ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠার সময়।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ মাস্টারপ্ল্যান করছে। নিজেদের আড়াল করে নানা কল্পকাহিনি রচনা করে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে, যা বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে।’

সভায় সভাপতিত্ব করেন কোহিনুর শিকদার এবং পরিচালনা করেন আরিফুজ্জামান হাওলাদার লাভলু ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় সদস্য বাবুল আহমেদ, জেলা নেতা এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, মাহবুব আলম, আবু জাফর আহমেদ বাবুল, নজরুল ইসলাম ঢালী ও বাবুল সারেংসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আব্দুস সালাম আজাদ নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর