শরীয়তপুর: শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে ইফতেখার আহমেদ জিসানকে আহ্বায়ক এবং মো. মাহতাব মোর্শেদ মিহিরকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিদয়; যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়া, আব্দুল্লাহ মাহমুদ, হাপসি ইসলাম জিদান, সালাম উদ্দিন মারজান, আরিফুল আহাম্মেদ রাহাত, রাতিন আহমেদ মিরাজ, জিতু খান, ফারদিন বেপারী, আজিজুন্নেসা, মেঘলা মাহমুদ; সদস্য ফাহিম আহমেদ জীবন, আব্দুল্লাহ মাহমুদ ঐক্য ও সাদিদ বেপারী।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সইয়ে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে।