Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদাপাথর লুট: অজ্ঞাতনামা দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ০৮:৩৬

অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে পাথর।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা এক হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কোয়ারি থেকে অবৈধভাবে শত কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে গত দুইদিনে অভিযান চালিয়ে সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সারাবাংলা/এনজে

অজ্ঞাতনামা মামলা সাদাপাথর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর