Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরতের প্রথম দিনেই ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১২:৫৫

বৃষ্টি। প্রতীকী ছবি।

ঢাকা: ঋতুরানী শরৎ আজ হাজির হলেও রাজধানী ঢাকায় মিলতে পারে বৃষ্টির দেখা। আবহাওয়া অফিস জানিয়েছে, শরতের প্রথম দিন শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের আরও এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

বিজ্ঞাপন

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এনজে

পূর্বাভাস বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর