Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৭, শীর্ষে কিনশাসা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১০:১০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১২:৫৫

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তবে ঢাকার অবস্থান তুলনামূলকভাবে ভালো। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচকে ঢাকার বায়ুমান ছিল ৭৬, যা ‘সহনীয়’ মাত্রার নির্দেশক।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) ঢাকার বায়ুমান ছিল ৭৮ এবং অবস্থান ছিল ১৯তম। অর্থাৎ আজ দূষণের মাত্রা সামান্য কমেছে এবং অবস্থানও দুই ধাপ উন্নত হয়েছে।

আজকের তালিকায়-
১ম অবস্থানে কিনশাসা (ডিআর কঙ্গো), বায়ুমান ১৮৩
২য় অবস্থানে লাহোর (পাকিস্তান), বায়ুমান ১৬০
৩য় অবস্থানে দিল্লি (ভারত), বায়ুমান ১৫৯
৪র্থ অবস্থানে জাকার্তা (ইন্দোনেশিয়া), বায়ুমান ১৫৯
৫ম অবস্থানে স্কপিয়ে (উত্তর মেসিডোনিয়া), বায়ুমান ১৫৭

বিজ্ঞাপন

বায়ুমান সূচকের মানদণ্ড
০-৫০: বিশুদ্ধ
৫১-১০০: সহনীয়
১০১-১৫০: সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ
১৫১-২০০: সবার জন্য অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০০+: দুর্যোগপূর্ণ

আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণাই দূষণের প্রধান কারণ। দীর্ঘমেয়াদে এ ধরনের দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এমনকি ক্যানসারের ঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতি বছর প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়।

সারাবাংলা/এফএন/এনজে

ঢাকা বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর