ঢাকা: রাজধানীর কদমতলি ঢাকা ম্যাচ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছে।
শনিবার (১৬ আগস্ট) ভোর সারে ৪টার দিকে কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে কদমতলি থানা পুলিশ ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সারে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খবর পাই শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, তবে কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা হয়েছে তা জানা যায়নি এবং বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।