Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় কোটি টাকার অস্ত্র-মাদকসহ ৫ আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১২:৫৯

অস্ত্র-মাদকসহ ৫ আসামি আটক।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামালসহ পাঁচজনকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এসব অভিযানে উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৭১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট ভোরে দৌলতপুর সীমান্তবর্তী এলাকার মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল,দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৯০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এসএসডি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় আটকরা হলেন- দৌলতপুর উপজেলার পুরাতন ঠোটার পাড়া গ্রামের ছম্মাত আলী ছেলে সিনবাদ আলী (২৭) ও মোহাম্মাদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। আটক সিনবাদ সাম্প্রতিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী বলেও নিশ্চিত করেছে বিজিবি।

অন্যদিকে, ১৫ আগস্ট রাতে ও দিনব্যাপী পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় ৫৪ বোতল ফেন্সিডিল, মোবাইল ফোন, ৫৩৬০ প্যাকেট নকল বিড়ি, ৪০০ কেজি কারেন্ট জাল, ১৯৮০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই সব ঘটনায় আটকরা হলেন-দৌলতপুর উপজেলার চরুইকুরি মরার পারা এলকার গাজী মন্ডল ছেলে স্বপন মন্ডল(২৩), একই এলকার মৃত দুল্লুক মন্ডল ছেলে শরিফুল ইসলাম(৩৫) ও মুন্সিপারা এলকার খলিলুর রহমান ছেলে মো. রাসেল (২০)।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার হওয়া মালামাল যথাযথভাবে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

৫ আসামি আটক অস্ত্র মাদক উদ্ধার কুষ্টিয়া বিজিবি