কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা খাদ্য অধিদফতরের সিলযুক্ত চালের বস্তা দেখতে পেয়ে সন্দেহ করলে বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন।
তিনি বলেন, “চালের বস্তাগুলোতে সরকারি সিল রয়েছে। ধারণা করা হচ্ছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চালগুলো ময়মনসিংহ থেকে পোড়াদহ নতুন বাজার এলাকায় আনা হয়েছিল। তবে ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জব্দ হওয়া চাল ও ট্রাক থানার হেফাজতে রাখা হয়েছে।

জব্দ হওয়া ট্রাক।