Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা

সারাবাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৫ ১৫:০২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৭:৩৬

সুনামগঞ্জের শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হন ভক্তরা।

আজ হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শ্রীশ্রী জন্মাষ্টমী। এ উপলক্ষ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, বান্দরবান, নরসিংদী, সুনামগঞ্জসহ আরও অন্যান্য জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে আজকের এই দিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্ম বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ট হয়েছিলেন।

হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে এভাবেই ভগবান তার সৃষ্টিকে বাঁচাতে ও শুভশক্তি প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আবির্ভূত হন। মানুষের মনে শুভবুদ্ধির উদয় ঘটান। আর তখনই পৃথিবীতে পরাজিত হয় অশুভ শক্তি। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই শ্রীকৃষ্ণের জন্মতিথির দিন বিশেষভাবে উদ্‌যাপন করেন হিন্দুরা। উপাসনা আর নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ ও শ্রদ্ধা করেন পবিত্র শক্তির রূপ শ্রীকৃষ্ণকে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল:

টাঙ্গাইলের ধনবাড়ী শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম এর আয়োজনে ধনবাড়ী শহরের সেবাশ্রমের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের নারী পুরুষ অংশ নেয়। শোভাযাত্রাটি ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক পদক্ষেপ শেষে রাধাগোবিন্দ সেবাশ্রমে এসে শেষ হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় রাধাগোবিন্দ সেবাশ্রম।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধনবাড়ী শাখার সভাপতি নিরঞ্জন দাস, সাধারণ সম্পাদক উৎপল বসাক, পৌর শাখার সদস্য সচিব অনিক ঘোষ কৃষ্ণ, ধনবাড়ী শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তাপস দে প্রমুখ। শোভাযাত্রা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ময়মনসিংহ:

ময়মনসিংহে নগরীর দূর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার,পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

বান্দরবান:

বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ এর আয়োজনে বান্দরবান রাজার মাঠে শুরু হয় মহানামযজ্ঞ। পরে সকাল ১১টায় রাজার মাঠ থেকে শুরু হয় এক মহাশোভাযাত্রা।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট এস,এম, হাসান আলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিকতা যাত্রা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল করিম, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ সনাতনী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মহাশোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উৎসব প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পরে শোভাযাত্রার বিশেষ সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস বলেন, ‘বান্দরবানবাসীকে সুন্দর জন্মাষ্টমী উৎসব উপহার দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করি প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হবে।’

আগামী ১৭ আগস্ট (রোববার) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।

নরসিংদী:

নরসিংদীর গোপিনাথ জিউর আখরায় আলোচনার আয়োজন করে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রসাশক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর-রশিদ, পূজা উদযাপন পরিষদ নেতা ওহিভুষণ চক্রবর্তীসহ নরসিংদী জেলা, সদর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতাসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গোপিনাথ জিউর আখরা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোপিনাথ আখরায় গিয়ে শেষ হয়।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দিন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এড. শেরেনুর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকসহ প্রমুখ।

চুয়াডাঙ্গা:

বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শহরের সত্যনারায়ণ পূজা মন্ডপ থেকে শুরু হয়ে আবারও সেখানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

এ উপলক্ষ্যে রাতে ধর্মীয় পূজারও আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

জন্মাষ্টমী শোভাযাত্রা শ্রীকৃষ্ণের জন্মদিন