Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়া উচিত ছিল সেটা না হওয়াটা দুঃখজনক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৫:১৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৬:৫২

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রংপুর: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘এক বছরে জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়া উচিত ছিল সেটা না হওয়াটা দুঃখজনক।’

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর শিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসেন শিবির সভাপতি। সেখানে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে গণমাধ্যমের ভূমিকাসহ উল্লেখযোগ্য বাদ যাওয়া ইস্যু সংযুক্তকরণ, গণহত্যার উল্লেখযোগ্য বিচার এবং সংস্কার ছাড়াই বর্তমানে রাজনীতিবিদরা অতিমাত্রায় ক্ষমতালোভি হচ্ছে যা আমরা সাপোর্ট করি না। শহিদ ও আহত পরিবারগুলোর সঙ্গে আমরা যখন মতবিনিময় করেছি তাদের বক্তেব্যের সঙ্গে আমরাও একমত। তারাও নির্বাচন চায়, তার আগে গণহত্যার উল্লেখযোগ্য বিচার তারা চায়।’

বিজ্ঞাপন

শিবির সভাপতি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে; এর মধ্যে যারা এখানে স্টেকহোল্ডার ছিল, অবদান রেখেছে- মিডিয়া কর্মী, বিদেশে যারা অবস্থান করেছে রেমিট্যান্স যোদ্ধা- যারা অনলাইন এক্টিভিস্ট ছিল প্রত্যেকটা স্টেকহোল্ডারের অংশগ্রহণ ছিল, তাদের নাম উল্লেখ করা হয় নাই। পাশাপাশি সংস্কারগুলো যে একটি স্থায়ী সংস্কার, স্থায়ী পরিবর্তনের দিকে বাংলাদেশ যায়, সেটা আমরা চাই।’

তিনি বলেন, ‘জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফ্যাসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে। স্টাকচারটা গত ১৫ বছরে তৈরি হয়েছে। এটাকে ভেঙে একটা নতুন ফ্রেম দাড় করানোর কথা ছিল কিন্তু এখানে দুঃখজনক হলেও সত্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ইচ্ছে সেই উদারতার ঘাটতি আমরা লক্ষ্য করছি।’

মহানগর শিবির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। মহানগর শিবির সেক্রেটারি আনিছুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির এটিএম আজম খান, শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক গোলাম পাটোয়ারী, ব্যবসা-শিক্ষা বিষয়ক গোলাম জাকারিয়া।

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্রশিবির জাহিদুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর