Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৭:৪৪

উদ্ধার হওয়া সাদা পাথর। ছবি: সারাবাংলা

সিলেট: সদর উপজেলার ধুপাগুল ও একটি গ্রামে অভিযান চালিয়ে মাটি ও বালুর নিচ থেকে আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। সম্প্রতি ভোলাগঞ্জ থেকে এই পাথরগুলো লুট করা হয়েছিল।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে ধুপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রামে অভিযান পরিচালনা করে পাথরগুলো উদ্ধার করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল থেকে ধুপাগুল ও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে প্রশাসন দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করে। এছাড়া মহালদি গ্রামের পাথর লুটকারীরা রাতের আঁধারে বাড়ি ও রাস্তার পাশে পাথরগুলো রেখে যায়। পরে খবর পেয়ে প্রশাসন আরও এক লাখ ঘনফুট পাথর জব্দ করে।

বিজ্ঞাপন
সাদাপাথর উদ্ধারে প্রশাসনের অভিযান চলছে। ছবি: সারাবাংলা

সাদাপাথর উদ্ধারে প্রশাসনের অভিযান চলছে। ছবি: সারাবাংলা

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইউএনও বলেন, ‘আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছি। এ ছাড়া, বিভিন্ন গ্রামে রাতের আঁধারে লুট হওয়া পাথর জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

অভিযানে উপস্থিত আছেন- সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাথরের মধ্যে ৫০ শতাংশ ফের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি পাথরগুলোও দ্রুত প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সারাবাংলা/এসডব্লিউ/পিটিএম

অভিযান প্রশাসন সাদাপাথর উদ্ধার