Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশীর অটোরিকশা দেখতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৬:০৪

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ‍্যুতায়িত এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪০)। তিনি একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মৃত জরিনা বেগমের প্রতিবেশি আরিফুল ইসলাম শুক্রবার (১৫ আগস্ট) রাতে একটি নতুন অটোরিকশা কিনে নিয়ে আসেন। রাতেই বৈদ‍্যুতিক লাইনে অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার সকালে সেই অটোরিকশা দেখতে যান জরিনা বেগম। অটোরিকশাতে হাত দিতেই তিনি বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নারীর মৃত্যু বিদ্যুতায়িত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর