Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৭:২৬

গ্রেফতার মো. ইয়াসিন হোসেন

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ইয়াসিন হোসেন (২৫) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া পরিচয়পত্র ও সনদ জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.ইয়াসিন হোসেন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার কথা বলে ওই প্রতারক ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসআর

গ্রেফতার নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর