Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংখ্যালঘুদের ‘দাবির ভার’ নির্বাচিত সরকারের কাঁধে দিলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৮:১১

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন করবে বলে আশা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘বিভিন্নসময় বিভিন্নভাবে নানা কূটকৌশলের মাধ্যমে আমাদের সম্প্রীতি বিনষ্ট করে সম্মিলিত অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সত্য ও সুন্দরের জয় অনিবার্য। আজ থেকে যে কয়দিন জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপিত হবে, আমি একান্তভাবে কামনা করি চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে সম্পৃক্ত থেকে আমাদের আগামীর অগ্রযাত্রাকে শক্তি এবং সাহস যোগাবে।’

বিজ্ঞাপন

শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে উত্থাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সমস্ত দাবি এখানে উত্থাপন করা হয়েছে, আশা করছি আগামী দিনের যে নির্বাচিত সরকার আসবে তারা আপনাদেরই সরকার হবে। আপনাদের দাবি পূরণে তারা কাজ করবে।’

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। এই কথাটা যেন আমরা ধারণ করি, লালন করি এবং নিজের জীবনে সেটাকে আমরা যেন পালন করি। এই দেশ হিন্দুর, এই দেশ খ্রিস্টানের, এই দেশ বৌদ্ধের, এই দেশ মুসলমানের। আমার যেটুকু অংশ আমার প্রতিটি ভাইয়ের অংশ ঠিক ততটুকু।’

তিনি বলেন, ‘এই কথাটা যদি আমরা স্মরণ রাখি তাহলে যে সোনার বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশকে অর্জন করতে পারব।’

অনুষ্ঠানে পটিয়া পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতও বক্তব্য দেন।

শ্রীকৃষ্ণের জন্মতিথি। ছবি: সারাবাংলা

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে শোভযাত্রার উদ্বোধনে অংশ নেন অতিথিরা। এরপর নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয় শোভাযাত্রা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা রঙিন সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেন। সজ্জিত বিভিন্ন যানবাহনে দেব-দেবী সেজে অংশ নেন ভক্তদের অনেকে।

ঢোলবাদ্য এবং সাউন্ডবক্সে নানা সুরে হরিনাম কীর্ত্তনের মধ্য দিয়ে শোভযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেএম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

দুপুরে জেএম সেন হল প্রাঙ্গনে শুরু হয়েছে মাতৃ সম্মেলন। একই জায়গায় বিকেলে ধর্ম মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুররী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রোববার ও সোমবার চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

সারাবাংলা/আরডি/এইচআই

জন্মাষ্টমী ফারুক-ই-আজম বীরপ্রতীক শ্রীকৃষ্ণের জন্মতিথি