Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক জটিলতায় হিলি স্থলবন্দরে ৩দিন ধরে চাল খালাস বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৮:১১

স্থিলি স্থল বন্দরে খালাসের অপেক্ষায় ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক – ছবি : সারাবাংলা

হিলি, দিনাজপুর: দীর্ঘ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। কিন্তু আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে বন্দর থেকে চাল খালাস করছেন না আমদানিকারকরা। আমদানিকৃত চাল খালাসে শুল্ক কমানো দাবি তুলেছেন তারা।

আমদানিকারকরা জানান, খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি পাওয়ার পর তারা ভারত থেকে চাল আমদানি করেছেন। এদিকে সার্ভারে ৬৩ শতাংশ শুল্ক নির্ধারণ থাকায় ৩ দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২ হাজার ৭১৯ মেট্রিক টন চাল। এছাড়াও বাংলাদেশে চাল আমদানির অপেক্ষায় ভারতে প্রায় ২০০ থেকে ২৫০টি চাল বোঝায় ট্রাক দাঁড়িয়ে আছে পাইপলাইনে।

বিজ্ঞাপন

তারা বলেন, যদি ৬৩ শতাংশ শুল্ক দিয়ে চাল ছাড় করা হয়, তাহলে শুল্ক-পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি কেজির চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। গত বছর ২ শতাংশ শুল্ক দিয়ে চাল খালাস করা হয়েছিলো। এবারও আমদানির উপরে ২ শতাংশ শুল্ক ধরা হলে চালগুলো ছাড় করতে পারবো।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তা এখনও কেউ ছাড় করেনি। যদি কেউ ছাড় করতে চায়, তাহলে ৬৩ দশমিক ২৫ শতাংশ শুল্ক দিয়ে ছাড়করণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের নভেম্বরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। চলতি ২০২৫ সালের ১৫ এপ্রিলের পর এটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি গত ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে প্রায় ২ হাজার ৭১৯ মেট্রিক টন চাল আমদানি করা হয়।

সারাবাংলা/আরএস

চাল খালাস বন্ধ শুল্ক জটিলতা হিলি স্থলবন্দর