Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৫ ১৭:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৯:১২

পাকিস্তানে বন্যায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩২১ জন। শনিবার (১৬ আগস্ট) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে উত্তর-পশ্চিমের পার্বত্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশে; যেখানে ৩০৭ জন মারা গেছেন। এ ছাড়া, গিলগিত-বালতিস্তান অঞ্চলে ৫ জন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন-পাকিস্তানে বন্যায় ২৪৩ জনের মৃত্যু, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলায় বন্যায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষ আকস্মিক বন্যা এবং বাড়িঘর ধসে পড়ার কারণে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩টি শিশু রয়েছে। এ ছাড়াও, অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুনার জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পার্বত্য মানসেহরা জেলায় ভূমিধসে আটকা পড়া ১ হাজার ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। সরকার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলাকে দুর্যোগ-কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।

সারাবাংলা/এইচআই

পাকিস্তান বন্যা ভূমিধস