পাকিস্তানের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩২১ জন। শনিবার (১৬ আগস্ট) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে উত্তর-পশ্চিমের পার্বত্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশে; যেখানে ৩০৭ জন মারা গেছেন। এ ছাড়া, গিলগিত-বালতিস্তান অঞ্চলে ৫ জন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন-পাকিস্তানে বন্যায় ২৪৩ জনের মৃত্যু, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলায় বন্যায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষ আকস্মিক বন্যা এবং বাড়িঘর ধসে পড়ার কারণে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩টি শিশু রয়েছে। এ ছাড়াও, অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুনার জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার পার্বত্য মানসেহরা জেলায় ভূমিধসে আটকা পড়া ১ হাজার ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। সরকার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলাকে দুর্যোগ-কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।