Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলের জালে ধরা ২২ কেজি ওজনের কোরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৮:২৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৯:৫০

জেলের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: জেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আলআমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

মাছটি নিলামের মাধ্যমে খলিল নামের এক মাছ ব্যবসায়ী ১৫৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৯০ টাকা ক্রয় করেন। এর আগে সকাল নয়টায় লেম্বুর চরসংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছটি শিকার করা হয়।

জেলে আল-আমিন খাঁ জানান, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনিসহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষণিক দুই দফা জাল ফেলে মাছটি শিকার করেন।

বিজ্ঞাপন

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এত বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়ে না। তবে আশা করা যাচ্ছে, অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

সারাবাংলা/পিটিএম

কুয়াকাটা কোরাল মাছ জেলের জাল