Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৯:০৯

হাসপাতালে নিহতের মরদেহ পরিদর্শন করছে পুলিশ।

নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হারেজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বায়েজিদ নামের আরেক শিক্ষার্থী।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে একটি সিএনজি যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসার সময় সদর উপজেলার সাকুয়া বাজার সংলগ্ন পাশ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনেওয়াজ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজি নেত্রকোনার দিকে আসছিল। অপরদিকে, নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান পাশ কাটতে গিয়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি জানান,  আহত বায়েজিদকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর