ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ‘ওহি’ পেয়েছেন।” তিনি বলেন, ‘গণপরিষদ নির্বাচন ছাড়া বর্তমান সংকট সমাধানের কোনো পথ নেই।’
শনিবার (১৬ আগস্ট) রাজধানীতে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আক্তার হোসেন।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘নতুন সংবিধানের দাবিতে এনসিপি মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চান। এ সময় তিনি ঘোষণা দেন, কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না।’
তিনি আরও বলেন, ‘দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। রাজনৈতিক দল বাদ দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ভারত ‘জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে’ ষড়যন্ত্র করছে।’
নাসীরুদ্দিন সতর্ক করে বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে ও অনলাইনে পরে থাকতে হবে।’