Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

প্রতীকী ছবি

বেনাপোল: যশোরের শার্শায় বাসের ধাক্কায় ছিটকে  পড়ে আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার কন্যাদাহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ তার ভ্যানে যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। শার্শা থানার সামনে পৌঁছালে বেনাপোল থেকে আসা একটি বাস তার ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় আব্দুল হামিদ রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানের এক যাত্রীও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাস জব্দ করে। চালককে আটক হলেও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর