আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তবে ইউক্রেন শান্তি চুক্তি ইস্যুতে ট্রাম্পও ‘হারেননি’ বলে তিনি মনে করেন।
বোল্টন বলেন, তিন ঘণ্টার বৈঠক থেকে ট্রাম্প কেবল পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি নিয়েই ফিরেছেন, অথচ পুতিন সম্পর্ক পুনঃস্থাপনে অনেক দূর এগিয়ে গেছেন। তিনি আরও জানান, পুতিন নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন এবং যুদ্ধবিরতির চাপের মুখেও পড়েননি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এসব বিষয়ে আগে জানানো হয়নি।
বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন উভয়েই একে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তবে সম্ভাবনা রয়েছে। বোল্টনের দাবি, বৈঠকে ট্রাম্পকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি বর্তমানে যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তি চান বলেও জানিয়েছেন।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আলাস্কায় মহান ও অত্যন্ত সফল একটি দিন ছিল! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শেষ রাতে ফোনালাপ করেন ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিবের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, ‘‘রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ অবসানের সর্বোত্তম উপায় হলো ‘সরাসরি একটি শান্তি চুক্তিতে’ যাওয়া বলে সবাই একমত হয়েছেন। এই চুক্তিতে পৌঁছানোর সম্ভব হলেই কেবল যুদ্ধ শেষ হবে।’’
আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পুতিনের সঙ্গে আবারও ট্রাম্পের বৈঠকের আয়োজন করবেন মার্কিন কর্মকর্তারা।