Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ০০:১২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১১:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৬ আগস্ট) রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

গত ৬ আগস্ট এনসিপি’র পক্ষ থেকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ’র বিরুদ্ধে পৃথকভাবে শোকজ নোটিশ জারি করা হয়েছিল।

নোটিশের জবাবে তারা প্রত্যেকে লিখিতভাবে দলীয় দফতরের মাধ্যমে তাদের বক্তব্য জমা দেন। পরে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ওই জবাব বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, অভিযোগগুলোতে দলীয় শৃঙ্খলার কোনো ধরনের ব্যত্যয় প্রমাণিত হয়নি।

বিজ্ঞাপন

ফলে আনুষ্ঠানিকভাবে পাঁচ নেতার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করে চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করেছে এনসিপি।

সারাবাংলা/এফএ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর