Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ০৯:২৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১১:৩৪

ঢাকা: সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) নাগাদ উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে। আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর