ঢাকা: বাংলাদেশে নতুন করে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় গত শনিবার দিবাগত রাতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে সোমবার (১৮ আগস্ট) থেকে রংপুর বিভাগের নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বিশেষ করে তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলের উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়ে আবারও বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এতে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা নতুন করে বন্যার কবলে পড়তে পারে।
এদিকে বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ১৬ আগস্টের মানচিত্র অনুযায়ী, পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা ইতোমধ্যেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। যদি উজানের বৃষ্টির প্রবাহ অব্যাহত থাকে, তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ঢাকার চারপাশের নিম্নাঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ছবি: সারাবাংলা
বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষি জমি, যোগাযোগব্যবস্থা ও জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একইসঙ্গে নগর ও গ্রামীণ এলাকায় নতুন করে পানিবন্দি মানুষের সংখ্যা বাড়বে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আগে থেকেই সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।