Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১১:৩২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৩:১৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুত্বর অবস্থায় সেনা সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার শহীদনগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লোহার ব্রিজ এলাকায় স্থানীয়রা ওই যুবককে গনধোলাই দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে ক্যম্পের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহত তৌফিকুল এলাকায় কিলার বাবু/টেরা বাবু নামে নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮/১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুছ খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

গণপিটুনিতে যুবক নিহত

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর