গাজা থেকে আসা ব্যক্তিদের সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, সম্প্রতি দেওয়া সীমিত সংখ্যক মানবিক-চিকিৎসা সহায়তার ভিসার প্রক্রিয়া ও নিয়মকানুন পর্যালোচনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ট্রাম্পপন্থি কর্মী লরা লুমার সামাজিক মাধ্যম এক্স-এ দাবি করেন, গাজার শরণার্থী পরিচয়ে কিছু ফিলিস্তিনি সম্প্রতি সান ফ্রান্সিসকো ও হিউস্টন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এটি কীভাবে আমেরিকা ফার্স্ট নীতি হতে পারে?’
এ ঘটনার পর রিপাবলিকান কংগ্রেস সদস্যরা প্রকাশ্যে উদ্বেগ জানান। টেক্সাসের চিপ রয় বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। ফ্লোরিডার র্যান্ডি ফাইন একে ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে অভিহিত করেন।
পররাষ্ট্র দফতরের ঘোষণায় সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে রয়টার্সের তথ্যমতে জানা গেছে, গত মে মাসে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি অথরিটি কর্তৃক প্রদত্ত ভ্রমণপত্রধারী ৬৪০ জনকে ভিসা দিয়েছিল। এসব বি১/বি২ ভিসা ফিলিস্তিনিদের চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেয়।
ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গত ২২ মাসে সেখানে অন্তত ৬১ হাজার ৮২৭ জন নিহত হয়েছেন।