Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৭৪, শীর্ষে কিনশাসা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১২:২৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৪:৪৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান ৭৪তম। শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।

রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৫০, যা মাঝারি শ্রেণির মধ্যে পড়ছে। অর্থাৎ, এই মান শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টসহ সংবেদনশীল ব্যক্তিদের জন্য সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।

গত ২-৩ দিনে ঢাকার বায়ুমানে মাঝে মাঝে অবনতি (৭২ পর্যন্ত), মাঝে মাঝে স্থিতিশীল বা সামান্য উন্নতিও দেখা গেছে। তবে, আজকের র‌্যাংকিং ও মান তুলনামূলক ইতিবাচক।

শীর্ষ তিন দূষিত শহর আজ:

কিনশাসা, কঙ্গো –স্কোর: ১৫৮
জাকার্তা, ইন্দোনেশিয়া –স্কোর : ১২৪
ইন্দোনেশিয়া –স্কোর: ১০৯

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লি আজ চতুর্থ স্থানে রয়েছে স্কোর ১০২ নিয়ে। পাকিস্তানের লাহোর পঞ্চম স্থানে (স্কোর ৯৮)।

দূষণ পরিস্থিতি বিশ্লেষণ:

ঢাকার বর্তমান স্কোর তুলনামূলকভাবে সহনীয় হলেও সামান্য বৃদ্ধি পেলেই তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অপরদিকে, কঙ্গোর রাজধানী কিনশাসা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে অবস্থান করছে।

বায়ুদূষণ থেকে রক্ষার জন্য পরামর্শ:

🔹 যাদের হাঁপানি, শ্বাসকষ্ট বা হৃদরোগ রয়েছে তারা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
🔹 শিশু ও বৃদ্ধদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
🔹 সকাল ও রাতের শেষ ভাগে বাইরে অনুশীলন বা দৌড়ঝাঁপ না করাই ভালো।
🔹 বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।
🔹 সবুজায়ন বাড়ানো ও খোলা জায়গায় ধোঁয়া-ধুলো এড়ানো উচিত।

ঢাকার বর্তমান অবস্থান তুলনামূলক স্বস্তিদায়ক হলেও, বিশেষজ্ঞদের মতে শুষ্ক মৌসুমে এই মান দ্রুত বাড়তে পারে। তাই নাগরিকদের এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ