ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ঢালে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক মোয়া বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ঢালে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি।
হাসপাতালে মৃত সালামের ভাই মো. মনিরাজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় থাকেন তারা। পেশা হিসেবে বিভিন্ন জায়গায় ফেরি করে মুড়ির মোয়া বিক্রি করতেন তিনি। শনিবার রাত ১২টার দিকে জানতে পারি খিলগাঁও ফ্লাইওভার ঢালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
এদিকে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. রওশন ফেরদৌস জানান, রাতে খিলগাঁও ফ্লাইওভার ঢালে সড়ক দুর্ঘটনায় প্রথমে আহত হয়েছিল ওই ব্যক্তি। স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।