Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ


১৭ আগস্ট ২০২৫ ১৪:২৪

লোকমান সরদার।

পটুয়াখালী: কলাপাড়ায় চিরকুট লিখে লোকমান সরদার (৩২) নামে এক দর্জি দোকানদারের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। পাখিমারা বাজারে তার দর্জির দোকান আছে।

মারা যাওয়ার আগে তিনি চিরকুটে স্ত্রীকে দায়ী করে লিখেছেন, স্ত্রী তাকে ভালো না বাসায় এবং টাকা না থাকার কারণে তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর