Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে রিকশাচালক আটক, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৭:২৫

আটক রিকশাচালক মো. আজিজুর রহমান।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। একইসঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো কিনা, তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

দায়ের হওয়া মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তে যথাযথ প্রমাণ সংগ্রহ করে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৭৩(এ) ধারা অনুযায়ী অতিসত্বর প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে রুজু করা একটি মামলায় সন্দিহান আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়।

সারাবাংলা/জিএস/ইআ

রিকশাচালক আটক