চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাস নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচি ও আমরণ অনশন করা হবে বলে তারা ঘোষণা দেন।
এসময় শিক্ষার্থীদের ‘আমাদের সিট দে, নইলে গদি ছাইড়া দে, এক দুই তিন চার, আবাসন আমার অধিকার, ‘ঢাবি পায়, জবি পায়, চবি কেনো মুলা পায়?, মুলা না আবাসন, আবাসন আবাসন’- এ ধরনের নানা স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ‘ প্রশাসন লাখ-লাখ টাকা খরচ করে ড. ইউনূসকে ডি-লিট উপাধি দিতে পারে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে কোনো উদ্যোগ নেয় না। এটা প্রশাসনের ব্যর্থতা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আবাসন দিতে না পারলেও ভাতা দেওয়ার ব্যবস্থা রেখেছে। অথচ চবিতে আমরা কেবল আশ্বাসই পেয়েছি, কোনো বাস্তব পদক্ষেপ নেই। আমাদের প্রশাসন আসলে শিক্ষার্থীবান্ধব নয়, বরং কটেজবান্ধব। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চাই।’
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তাসনিয়া মিথিলা বলেন, ‘প্রথম বর্ষ থেকেই ছাত্রীরা সিট পাচ্ছে না। আর যারা সিট পায়, তারাও দুর্বিসহ অবস্থায় থাকে। মেয়েদের ডাবলিং করতে হয়, যা দারুণ কষ্টকর। আবাসন সংকট মেয়েদের পড়াশোনার পরিবেশকেও বিঘ্নিত করছে। আমরা আবাসন সমস্যা থেকে দ্রুত সমাধান চাই।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও উপ-উপাচার্যকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।