ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যেসব ছোটখাটো খুচরা দল নির্বাচনে গেলে ভরাডুবি হবে, তারাই নির্বাচন চায় না। তারা শুধু কিছু মন্ত্রণালয় নিজেদের দখলে রেখে সেগুলোকে ব্যক্তিগত সম্পত্তি মনে করছে।’
রোববার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের প্রয়োজন। আর এর জন্য দরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন, অথচ তাকে প্রাপ্য চিকিৎসাও দেয়নি হাসিনার সরকার। মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রেখেছিল। এখন দেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে, স্থায়ী ভিত্তি গড়তে হলে একটি ভালো নির্বাচন জরুরি।’
তিনি আরও বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা এ ঘোষণাকে স্বাগত জানাই। তবে কিছু খুচরা দল নির্বাচনের বিরোধিতা করছে, কারণ তারা জানে মাঠে নামলে তাদের কোনো সম্ভাবনা নেই।’
আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সব রাজনৈতিক দলই অন্যদের সংশোধনের কথা বলে কিন্তু নিজেদের সংশোধন করে না। নিজেদের সংশোধন করলেই রাজনৈতিক সহাবস্থান তৈরি হবে।’
তিনি আরও আহ্বান জানান, ‘দেশে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে, সে জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় বিএনপি লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।