পাবনা: পাবনার সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঢাকা–পাবনা মহাসড়ক অবরোধ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও অধ্যক্ষ মজিবুর রহমান বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রি, নিয়োগ বাণিজ্য, সরকারি অনুদানের টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের জায়গা বিক্রি ও স্কুল–কলেজকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহারসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত।
তাদের অভিযোগ, মজিবুর রহমান আত্মীয়স্বজনকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং তার অনিয়মের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান নষ্ট হচ্ছে। অতীতে দুর্নীতির দায়ে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে মোটা অঙ্কের টাকা দিয়ে পুনরায় চাকরিতে বহাল হন। বিভিন্ন বিল-ভাউচার অনিয়ম করে বেশি টাকা সংযুক্ত করে বিল পাশ করান এই দুর্নীতিবাজ অধ্যক্ষ। তারা অধ্যক্ষ মজিবুরের অপসারণের দাবি জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক, ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সিরাজুল ইসলাম রিপন, ইউনিয়ন যুবদলের সভাপতি জিলাল উদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম রানা মৃধা, অভিভাবক হামিদুল ইসলাম মসৃণ, অভিভাবক আব্দুর রব মুন্সী, অভিভাবক রমজান আলীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অভিযোগের বিষয়ে জানতে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মজিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।