Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৮:১৬

ঘটনাস্থলে নিহতের মরদেহ।

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতভর চেষ্টা করেও মোবাইলে যোগাযোগ করতে না পারায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীদের কবলে পড়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

সারাবাংলা/এসডব্লিউ

গলাকাটা মরদেহ রোহিঙ্গা যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর