মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি, মুদি ও কনফেকশনারি দোকানে মনিটরিং করা হয়।
অভিযানে দিলিপ স্টোরে মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মোড়কজাত খাদ্য বিক্রি করায় দোকান মালিক দিলিপ শীলকে দুই হাজার টাকা এবং মনির মাস্টার স্টোরে এমআরপি বিহীন পণ্য বিক্রি করায় মালিক মো. নাজমুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তা অধিকার আইন ভঙ্গ করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।